ঠিকানা অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ‘লাইফটাইম কনট্রিবিউশন ফর উইমেন ইমপাওয়ারমেন্ট এ্যাওয়ার্ড’ পেলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জার্মানির রাজধানী বার্লিনে সিটি ক্যুব-আইটিবিতে গত ৭ মার্চ, বৃহস্পতিবার, বিকেলেভারতের নয়াদিল্লিভিত্তিক ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান উইমেন (আইএসএডব্লিউ) পক্ষ থেকে এ পদক প্রদান করা হয়। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কারটিগ্রহণ করেন। অনুষ্ঠানে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উপস্থিত ছিলেন।

দক্ষিণ এশীয় অঞ্চলে গতিশীল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ আইএসএডব্লিউ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পুরস্কারের জন্য মনোনীত করে। আইএসএডব্লিউ নয়া দিল্লিভিত্তিক একটি প্রতিষ্ঠান,সার্কভুক্ত দেশসমূহে তাদের কর্মকাণ্ড রয়েছে।

নারীর ক্ষমতায়নসহ নারী বৈষম্য ও সমস্যা মোকাবেলায় প্রতিষ্ঠানটির কাজ করে। ২০১২ সাল থেকে বিভিন্ন শ্রেণিতে অবদান রাখা নারী নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানটি সম্মাননা প্রদান করে আসছে।

-ফাতেমা রহমান রুমা, বার্লিন থেকে ।